অভিষেক রায়


      আয়াস/আমার মন কেমন করে


ধূপকাঠির শব্দে
বিকেল ঘনালো


শরৎ আসছে
বুঝতে সিঁদুর বুকেঃ-


১। নীলপাড় শান্তিনিকেতন

২। হেঁটে চলে যাওয়া বেড়ালের নিঃশব্দ


কতদিন পর
উঠে দাঁড়ালাম


প্রাউড, অফ মাইসেলফ্!
প্রাউড, অফ মাইসেলফ্!


অঙ্গনওয়ারি মুখশ্রী!


হেঁটে চলে যাওয়ার সুখ কী


চেয়ার টেবিলের
বিয়াতাময় হয়ে ওঠা


নির্দিষ্ট ক্যালেন্ডারে


সমীকরণকে ভালোবেসেছিলাম
জেনেছিলাম, নির্দিষ্ট খনিজ


পদার্থে ধরা থাকে
ঈশ্বরের দৈবী রূপ


          

ফ্যান্টমের সাম্য


একটি হরিণ শুয়ে আছে আশ্চর্য আশ্লেষময়তায়



সাল-গিরা প্রেমাবয়ব
নিও-লিবারেল আমের স্বাদ


প্রিজমের ভেতরে
চিত্রকলামধুর


সূর্য্য
হীন হয়েছে


আলোচনার ওইদিকটা আকৃতিহীন


তোমার বান্ধবীদের আমি লক্ষ্য করেছি, অরণ্যদেব


কী জ্যামিতিক মন্থরতা!


অন্যত্র
চড়ুইভাতির ইঙ্গিত


ওদের সর্বত্র-তে





1 comment: