শুভজিৎ ঘোষাল


উনিশটা মুখোশ সুস্মিতা তুমি!

প্রিয় ফুল, প্রিয় গান
দুপুরকে উড়িয়ে নিচ্ছে ভালোবাসা
তুমি যে জানালার পাশে বসে
সেখানে গোধূলি নেমেছে বরাবর
গোধূলি প্রিয় নয়
ইদানিং তোমার কোলের কাছে দেখি
যেখানে ডাহুক ওড়ে, উরে যাই আমি
আমার ভাঙন যেন তোমার পাঁজর ঘিরে
টপ্করে কিছু শীত
আর মৌলিকতা,
যাকে আমি বুঝি না
অথবা হতে পারে লেখা
বিড়ি বা দেশলাই
তার চেয়ে ঢের বেশী অ্যাশট্রে
যেমন মনের নীচে পেট ওপরে গলা
বাংলাকে রিফিউস করে ফেলি
যা আমাকে নশ্বর করে পার হবে রাস্তা
লেখার কিছু নেই জানলে
নিজেকে অবদমিত মনে হয়
সাদা পাতা দেখলে ভয় হয়
লেখা আমায় বারবার রিফিউস করেছে
লিখতে বসলে তোমার যুগল দুধ ভেসে আসে
তার নমনীয়তা অনুভব করি,
তবুও তোমার যৌনাঙ্গের চেয়ে চোখদুটো ভারী,
তোমাকে উপহার দেবো বাঁধানো গলি,
উঁচু রাস্তা, প্রিয় ফুল, প্রিয় গান
তুমি যে জানালার পাশে বসে
সেখানে গোধূলি নেমেছে বরাবর


2 comments:

  1. ato sadharon kobitai ki sob jadu te ei omog line ti o likhye pelo...যেমন মনের নীচে পেট ও ওপরে গলা---obak lagey...stobdho lagey...durdanto lagey...

    ReplyDelete