অরণ্যক তপু


'একটি নিরপেক্ষ নির্দলীয় সুষ্ঠু কবিতা'

বেহেশত-দোজখ, স্বর্গ-নরক, হ্যাভেন এবং হেল থেকে
বার্তা আসলো তারা ওভার পপুলেটেড
পৃথিবী থেকে সেখানে আর মানুষ নেয়া সম্ভব নয়
আল্লা, ভগবান, জেসাস সবাই খুব চিন্তিত বিচলিত
ব্যাপারে তারা মিটিঙে বসেছেন এবং তদন্ত কমিটি চালু হয়েছে
আশা করা যায় দ্রুতই এই সমস্যার অবসান হবে

পৃথিবী থেকে শীর্ষ মৌলবি, প্রিস্ট আর পুরোহিতদের
এই মিটিঙে যেতে বলা হলো
স্বর্গলোক থেকে পাঠানো হলো বোরাক আর রথ
শুরু হলো গডদের সাথে মানুষের প্রথম কনফারেন্স, প্রেস ব্রিফিং
ফেরেশতাগণ সেগুলির ছবি তুলে রাখলো
স্যাটেলাইটের মাধ্যমে সেগুলি পৃথিবীতে পাঠানোর ব্যবস্থাও হলো
কিন্তু সমস্যার সমাধান কিছুই হলো না

বরং আরো বাড়তি কিছু সমস্যার উদ্ভব হলো -
মানুষ বলতে থাকলো এইগুলি ভুয়া
কেউ বললো, ভাই এইসব ইডিট করা যায়
আর কেউ ভাবল
এইগুলি নাসা এবং আম্রিকার কারসাজি,
বিশ্বমুসলিম ভ্রাতৃত্ববোধ নষ্ট করার ধান্দা

এর মধ্যে নাসার বিজ্ঞানীরা ভিনগ্রহ থেকে
বিভিন্ন সিগনাল এবং বার্তা পেতে থাকলো
তারা আবিষ্কার করলো এলিয়েনদের উপস্থিতি

এদিকে স্বর্গ আর নরকে শুরু হয়ে গ্যাছে তুমুল তাণ্ডব
বিভিন্ন গড বিভিন্ন আশ্বাস দিতে থাকলো
কিন্তু পরিস্থিতি শান্ত করা গেলো না

তারা সিদ্ধান্ত নিলো পৃথিবী ধ্বংস করে দেওয়ার,
ডাকা হলো ইস্রাফিলকে
বার্ধক্য জনিত কারণে ইস্রাফিল এখন হ্রদরোগে ভুগছে
তার উপর দীর্ঘসময় বসে থাকায় বাঁশির ফুটায় ময়লা জমে গ্যাছে

প্রিস্ট, পুরোহিত এবং মৌলবি গডদের এই সিদ্ধান্তকে নিন্দাবাদ জানালো
গডদের ইচ্ছা হলো ব্যাটাদের ধরে নরকে পাঠায়
কিন্তু উপায় কী! জায়গা নাই

এদিকে গডদের আশ্বাসে পৃথিবীর মানুষ
স্বর্গ লাভের আশায় বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করলো
আর পাপীরা পার্টি দিলো নরকে জায়গা না থাকায়
এতে পরিস্থিতির আরো অবনতি ঘটলো

আর ইবলিশ শয়তান এতক্ষণ বসে এইসব মজাই দেখছিল
সে চাইতেছিল এই মিটিঙে তাকেও ডাকা হোক
উপায় না পেয়ে গডরা গোপনে শয়তানের পরামর্শ নিতে আসলো

বুড়া অভিজ্ঞ শয়তান শাদা দাড়ি গোফের ভিতর থেকে
এবার চোখ তুলে তাকালো এবং খুব নির্লিপ্ত স্বরে বললো,
'তবে নির্বাচন দেওয়া হোক'



No comments:

Post a Comment