স্বদেশ মিশ্র




কিশোরীচরণ সে যে মায়া ছুঁয়ে দেবে
আলোবর্তে ঘুরে ঘুরে অমোঘ হৃদয়
অভিমন্ত্রে পুতঃ করবে ধীর আচমন
সিদ্ধ হবে
নির্ভার রতি খুলে উড়ানের রেণু
মহাশূন্যে তুলে নিয়ে মৃণালতন্তু জল
আকাশের পরেও আকাশে গিয়ে
শব্দাশব্দে নয়,
তারও পরে অতিক্রান্ত পরিধির পাশ
হবে অনায়াস
ছিন্ন ছিন্নতর

এসো আজ এই গান গাই
ষোড়শী কিশোরী সে অক্ষরের সুর
চিনে নিয়ে অপার বৈখরী
পরাপর গেয়ে যাবে স্তব
সারারাত শিহরণ হবে,
হিল্লোল কল্লোল কল্লোলে
.......................................


বৈরচনী শোণিতশব্দ শোনো
স্থূলসুক্ষ্মকারণস্বরে বাজে
তারও পরে নৈরামণি জেগে
সামরস্যে নীলতর নীল
পরতে পরতে ঢেউ আঁকি


নক্ষত্রে নক্ষত্র মেশাবো
আকাশের ভেতর আকাশে
চেতনায় চিত হবে শুনে
বৈরচনী হবে নিহারিকা


কমলাক্ষ ডুব দিই এসো
এসো এই ঘরে যত মেঝে
ঢেউ তুলে শান্ততর করি
তুমি আমি আমি তুমি ভুলে
নেচে যাই গেয়ে যাই চলো...
................................................


হাওয়া তুমি স্কুল হও
নেভানো মুকুন্দে কিছু ফুল হও
গুঁড়ো গুঁড়ো ভুলেদের
ভালোবেসে দিতে দাও ফুঁ
বিজনে বারান্দা বুনি
টবের মাটিতে ওই চেনা অর্কিড
রোদ্দুরের সাথে কিছু,
ডায়ালগ প্রাকশীতে,
আকাশে আকাশ রাখি


এই ভেবে শুরু করি আর
বয়েস কমে যাক,
উদ্ভাসে, কিয়দংশ
আভাস ভেসে আসে
যেই ফোড়ণ পড়েছে ডালে,
আর এসেছো ফড়িং,
হাওয়া তুমি স্কুল হও
ক্লাস নাও চুপ করে
চুপ করে পিয়ানো বাজাও

2 comments:

  1. Awesome rhythm..
    গুঁড়ো গুঁড়ো ভুলেদের
    ভালোবেসে দিতে দাও ফুঁ---duronto...chumu line and imagery...

    onekdin por pujo bataboron sorirey makhano kobita porlum...

    ReplyDelete
  2. শান্ত ও তীব্র। নরম ও বিধ্বংসী। ভাষা ও কারু।
    দারুণ লাগলো।

    ReplyDelete